ছয় জেলায় আটক ২০

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ছয় জেলায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার পলাতক আসামি শমসের আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখাঁন থানার কুসুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শমসের আলী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের হাসমত আলীর ছেলে। পাবনা : পাবনা সদর থানা পুলিশের অভিযানে ২শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জহুরুল ইসলাম (৪১) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মৃত আ. লতিফের ছেলে ও সেলিম রেজা (২০) একই উপজেলার মোবারক টিকরি গ্রামের আহসান আলীর ছেলে। কসবা (ব্রা?হ্মণবাড়িয়া) : ব্রা?হ্মণবাড়িয়ার কসবায় শনিবার সকালে ও শুক্রবার রাতে পুলিশ ওর্ যাব পৃথক অভিযান চালিয়ে ১২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ব্রা?হ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ একটি চোরায় মোটরসাইকেলসহ চোরকে আটক করেন। আটককৃত চুর বাদশা মিয়ার। শনিবার পুলিশ তার বিরুদ্ধে মোটরবাইক মামলার দায়ের রিমান্ডের আবেদনসহ কোটে চালান দেন। চন্দনাইশ অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) :নাটোরের গুরুদাসপুরে ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপলিস্ন থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গুরুদাসপুর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তাদের কাছ থেকে লুট করা কিছু টাকাও উদ্ধার করে।  নীলফামারী : দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নারী-পুরুষকে আটক করেছের্ যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি দল। শুক্রবার সকালে ও বিকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।