কলারোয়ার প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
কলারোয়ার জয়নগরে কৃষকদের দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জয়নগর বাজার সংলগ্ন বদরুন্নেছা গালর্স হাইস্কুল প্রাঙ্গনে ৬০ জন কৃষকদের নিয়ে মাটির নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার অমেরেন্দ্রনাথ বিশ্বাস, গোপালগঞ্জের কোটালীপাড়ার ইন্সট্রাক্টর (ইউআরসি) বরুন কান্তি হালদার, মোলস্নারহাটের মৎস অফিসার রাজ কুমার বিশ্বাস, বদরুন্নেছা গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, বরুন চক্রবর্তী, লিটন শিকদারসহ প্রশিক্ষণ নিতে আসা কৃষকরা।