বালু উত্তোলনের দায়ে দন্ড, জরিমানা

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরের যমুনা নদী থেকে শুক্রবার রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযান চালিয়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা ও একজনকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, ভূঞাপুর উপজেলার যমুনা সেতু গাইড বাঁধ-সংলগ্ন গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের বালুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে অভিযান চালিয়ে গোবিন্দাসী গ্রামের আকবর চকদারের ছেলে দুলাল হোসেন চকদারকে ৫০ হাজার টাকা, নিকরাইলের মাসুদের বালুর ঘাটে সিরাজকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদকে এক লাখ টাকা জরিমানা এবং লেংড়াবাজার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোহরকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।