দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ইয়াসমিন ট্রাজেডি ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন মানববন্ধন, ইয়াসমিনের কবর জিয়ারত, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করে। গতকাল শনিবার দুপুর ১২টায় দিনাজপুরের দশমাইল মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা পরিষদের মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা সানু, আন্দোলন সম্পাদক গৌরী রায় প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে ইয়াসমিনের মা শরিফা বেগম বাড়িতে দোয়া খায়েরের আয়োজন করেন। জানা যায়, ১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হন কিশোরী ইয়াসমিন। এর প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় ৫ জন। সে দিন থেকেই সারাদেশে এই দিবসটি পালিত হয়ে আসছে 'নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট। দীর্ঘ দিন পর মাকে দেখার জন্য আকুল হয়ে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন। কিন্তু দিনাজপুরের কোচে না উঠতে পেরে সে পঞ্চগড়গামী একটি কোচে উঠায় কোচের লোকজন তাকে দশমাইল নামক স্থানে নামিয়ে দিয়ে সেখানকার চায়ের দোকানে জিম্মায় দেয়। ওই চায়ের দোকানে একটি পুলিশের ভ্যান এসে প্রায় জোরপূর্বক নিয়ে যায় কিশোরী ইয়াসমিনকে। ওইসব পুলিশ সদস্য নিরাপদে ইয়াসমিনকে দিনাজপুর শহরে মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে। কিন্তু রক্ষক হয়ে পুলিশ ভক্ষক সেজে পথিমধ্যে পুলিশ ভ্যানের ভেতরেই কিশোরী ইয়াসমিনকে উপর্যুপরি ধর্ষণ করে হত্যা করে।