সীতাকুন্ডে খানাখন্দে চরম ভোগান্তিতে মানুষ

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুন্ডের শিবপুর হাজারী সড়কের ২ কিলোমিটার খানাখন্দে ভরপুর হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ এ সড়কটির সর্বত্র সৃষ্ট খানাখন্দের ফলে চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে এলাকার প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন এ রাস্তাটি সামান্য বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি, এমপির কাছে দাবি জানিয়ে এলেও কেউ তাদের দাবির প্রতি ভ্রম্নক্ষেপ করছে না। বর্তমানে সড়কের বেশির ভাগ অংশ নষ্ট হওয়ায় চলাচলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এলাকাবাসী জানান, শিবপুর এলাকার পাশাপাশি বশরতনগর ও শেখের হাট এলাকাসহ প্রায় তিনটি এলাকার মানুষের চলাচলের জন্য হাজারী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এ ছাড়া এলাকার কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বাজারজাত করতে এ সড়ক দিয়েই বিভিন্ন স্থানে প্রেরণ করতে হয়। গুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল দশায় কৃষকরা ধানসহ অন্যান্য পণ্য বাজারজাত করতে মারাত্মক অসুবিধায় পড়ছেন। চলতি বর্ষা মৌসুমে সড়কটির এমন অবস্থা হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, হেঁটেই চলাচল করা অসম্ভব। পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম বলেন, টানা বর্ষণে পিচ ঢালাই উঠে পুরো সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি জেলা পরিষদের আওতাধীন হওয়ায় পৌরসভা থেকে এ সড়কের সংস্কার কাজ করা যাচ্ছে না। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ যায়যায়দিনকে বলেন, 'দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় থাকা শিবপুর হাজারী সড়কের সংস্কার কাজের বিষয়টি প্রক্রিয়াধীন।