অষ্টগ্রামে বস্নক সরে গিয়ে হুমকির মুখে ভবন

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের অষ্টগ্রামে কাজের দেড় বছরের মাথায় বস্নক সরে গিয়ে হুমকির মুখে উপজেলার সম্প্রসারিত ভবন। এভাবে ক্রমাগত ভাঙতে থাকলে হুমকিতে পড়বে ভবন ও মাটিকাটার প্রকল্পটি। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩ বছর আগে বর্তমান প্রশাসনিক ভবনটি সাব জেলখানা তৈরির জন্য সরকারিভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করে। একপর্যায়ে সেই নীচু জমিতে মাটি ভরাট ও ভবন নির্মাণের জন্য মোট ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি প্রকল্প হাতে নেন এবং মাটি ভরাট করে উপজেলা প্রশাসনিক নতুন সম্প্রসারিত ভবন তৈরি করে। এদিকে জমিটি মাটি দিয়ে ভরাট করার কথা থাকলেও পাশের নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালি তুলে দায়সারাভাবে জমি ভরাট করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান। ভবনটি রক্ষা করতে খালের পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানান এলাকাবাসী। উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভবনের সাইড বস্নক সরে গেছে।