কেরানীগঞ্জে মশা রুখতে কার্যক্রম

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা ঢাকার কেরানীগঞ্জে অধূমপায়ী বন্ধু সংঘের উদ্যোগে কোন্ডা ইউনিয়নে ডেঙ্গুবাহী এডিস মশা ও মশার জীবাণু ধ্বংস করার উদ্দেশে ওষুধ ছিটানো কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিবির বাজার এলাকায় ফগার মেশিন দিয়ে এডিস মশার ওষুধ ছিটানো কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এ সময় এলাকাবাসীদেরকে মাইকিং করে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ও মশার বংশবিস্তাররোধ সম্পর্কে সচেতন করা হয়। পরে ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ডোবা-নালা, পুকুরপাড়, বাসাবাড়ির ছাদ ও ড্রেনসহ বিভিন্ন বদ্ধ জলাশয়ে ফগার মেশিন দিয়ে এডিস মশার ওষুধ ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আবুবকর প্রমুখ।