ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন সমাবেশ

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীতে ধর্ষণকারীদের দ্রম্নত বিচারের দাবিতে নির্যাতিতা পাঁচ নারী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য বিভিন্ন সময় ধর্ষণ ও গণধর্ষণের শিকার পাঁচ নারী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এসব ঘটনায় দায়ের করা মামলার অনেক আসামি এখনো ধরা পড়েনি। অনেকে জামিনে বেরিয়ে আসার পর মামলা তুলে নেয়ার জন্য ভুক্তভোগী পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। ঘটনার পর ৭-৮ মাস পেরিয়ে গেলেও আদালতে অভিযোগপত্র জমা না দেয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সমাবেশে ধর্ষণ ও গণধর্ষণের মামলায় দ্রম্নততার সঙ্গে আদালতে অভিযোগপত্র দাখিল, পলাতক আসামিদের গ্রেপ্তার ও দ্রম্নত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানান।