চুয়াডাঙ্গায় ব্যাপক ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে স্যালাইন সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। আসনসংখ্যা সীমিত হওয়ার কারণে হাসপাতালের বারান্দাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে রোগীরা। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে এমনটি হচ্ছে বলে মন্তব্য চিকিৎসকদের। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৩২ জন রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ছিল। এদিকে, কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে ডায়রিয়াসহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। শনিবার সদর হাসপাতালের বহির্বিভাগে নারী-পুরুষ ও শিশুসহ ৮৭৪ জন আর আন্তঃবিভাগে ভর্তি ছিল পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৯১ জন, মহিলা মেডিসিন ওয়ার্ডে ৮২ জন রোগী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. আবুল হোসেন বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে ভ্যাপসা গরম পড়ে, সে কারণে বেশির ভাগ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শুধু তাই না, গরমে অ্যাজমা, ঠান্ডাজনিত রোগ, জ্বর ও শ্বাসকষ্ট হতে পারে। অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। স্যালাইন সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। আর এ সংকটাপন্ন মুহূর্তে জনস্বার্থে এগিয়ে আসলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী ও চুয়াডাঙ্গা পৌর পরিষদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী তার নিজ অর্থায়নে ৫৫ ব্যাগ স্যালাইন প্রদান করেন। অন্যদিকে, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু চুয়াডাঙ্গা পৌর পরিষদের পক্ষ থেকে ৭০ ব্যাগ স্যালাইন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের কাছে বুঝিয়ে দেন।