পাবনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসি

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাবনা প্রতিনিধি পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের লাবনী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী সাজু বিশ্বাসকে মৃতু্যদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইবু্যনালের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এই রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত সাজু বিশ্বাস ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে। নিহত লাবনী একই উপজেলার মানিকনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসের ২১ তারিখ রাতে যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাজু তার স্ত্রী লাবনীকে ধারাল অস্ত্র দিয়ে গলায় ও পিঠে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর লাবনীর বাবা মন্টু প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় সাজুকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকসানা খাতুন দীর্ঘ তদন্ত শেষে সাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইবু্যনালের বিচারক মো. ওয়ালিউল ইসলাম দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযুক্ত সাজুকে স্ত্রী হত্যার দায়ে ফাঁসির রায়ে দন্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি সাজু আদালতে উপস্থিত ছিল। মামলাটি পরিচালনা করেন সরকার পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুস ছামাদ রতন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার ও অ্যাডভোকেট আসগারউল ইসলাম।