দাকোপে কাঁকড়া হ্যাচারি পরিদর্শন

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দাকোপ (খুলনা) সংবাদদাতা নেদারল্যান্ডভিত্তিক পাম-ফোয়াব ফিশারি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের প্রতিনিধিদলের সদস্যরা খুলনার দাকোপের সুতারখালী, পানখালী ও কালাবগী এলাকায় কাঁকড়ার হ্যাচারি ও খামার পরিদর্শন করেছেন। মঙ্গলাবার বেলা ১১টায় মিশনের পাম মৎস্য বিশেষজ্ঞ মি. উইম ভ্যান ইজেকের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় কাঁকড়া চাষিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পাম বাংলাদেশের রি-প্রেজেন্টিটিভ হাজী দানেশ, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল গফ্‌ফার মিয়া, বাংলাদেশ ফোয়াবের সভাপতি মো. শামছুর রহমান শাহিন, দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কৃষিবিদ প্রফূলস্ন কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, রবার্ট নিক্সন ঘোষ প্রমুখ।