হাঁড়িধোওয়া নদীর বর্জ্য মিশ্রিত পানিতে মরছে মাছ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনার প্রধান শাখানদী হাঁড়িধোওয়া। এ নদীতে হঠাৎ করে গত দু'দিন ধরে পানি কমে যাচ্ছে। ফলে নদীর উভয় পাড়ে থাকা শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত হয়ে পানি বিষাক্ত হয়ে মরছে নদীর মাছ। হাঁড়িধোওয়া নদীর দুই পাড়েই গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। হঠাৎ করে নদীর পানি কমতে থাকায় কারখানাগুলোর বিষাক্ত বর্জ্যে নদীর পানি ঘন হয়ে যাওয়ায় নদীতে থাকা মাছ মারা যাচ্ছে। নদী পাড়ের কড়ইতলা, রামচন্দ্রদী, মোলস্নাবাড়ী ঘাট, গহরদী এলাকায় এ রকম চিত্রই চোখে পড়ে। নদীতে দ্রম্নত কারখানার বর্জ্য ফেলা বন্ধ না হলে শুষ্ক মৌসুমে নদী মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।