মদনে কৃষকদের মানববন্ধন

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মদন (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনায় ফসলি জমি নষ্ট করে ইটভাটা প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বুধবার দুপুরে মদন উপজেলা পরিষদের সামনে মদন, বাজিতপুর, কাপাসাটিয়া গ্রামের কৃষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মদন গ্রামের কৃষক আব্দুল লতিফ, হাদিস মিয়া, মতিউর রহমান। বক্তারা বলেন, ফসলি জমিতে ইটভাটা তৈরির জন্য পৌর সদরের হুমায়ূন কবীর লিটন চেষ্টা করছেন। মদন গ্রামের সামনে এই ইটভাটা তৈরি হলে হাওরের শতাধিক হেক্টর দুই ও তিন ফসলি জমি নষ্ট হবে। সেই সঙ্গে আশপাশের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকরা উলেস্নখ করেন। এ সময় দ্রম্নত ইটভাটা বন্ধের দাবিতে তারা স্মারকলিপি দেন।