তালার মহাসড়কে ট্রাক পার্কিং ও অবৈধ স্থাপনা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক হারুণ-অর রশিদ কলেজ হতে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত ২ কিলোমিটার সড়কে দুপাশে পাশে কাঠের গুড়ি, ইট, বালি, ট্রাক পাকিং ও অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি। পোহাতে হচ্ছে জনসাধারণে চরম দুর্ভোগ। জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী ও ভূমিদসু্যরা মহাসড়ক পাশে জায়গায় কাঠের পাকিং ও ওই অবৈধ স্থাপনা তৈরি করে দখলে মহোৎসবে মেতে উঠেছে সাথে সাথে চালিয়ে যাচ্ছে অবাধে ব্যবসা বাণিজ্য। যার ফলে যানবাহন চলাচল পথচারীদের দুর্ভোগে শেষ নেই। মহাসড়কে দুধারে ২টি কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান, সাতক্ষীরা পলস্নীবিদু্যৎ সমিতি সদর দপ্তরসহ কয়েকটি ক্লিনিকও রয়েছে। সম্প্রতি এ মহাসড়কে প্রাণ গেল পাটকেলঘাটা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জাহানারা বেগমের। তালা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, অবৈধ ফুটপাত ও স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।