সরাইলে সংঘর্ষে বৃদ্ধ নিহত

কক্সবাজারের রামুতে লাশ উদ্ধার

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্যদিকে কক্সবাজারের রামুতে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকার আধিপত্য বিস্তার ও পুরানো বিরোধের জের ধরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে শামছু মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত এবং উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বুড্ডা গ্রামের ইউপি সদস্য অলি আহাদ এবং একই এলাকার শামছু মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় আহাদ গ্রম্নপের লোকজন শামছু গ্রম্নপের লোকজনের ওপর অতর্কিত হামলা করে। পরে উভয় গ্রম্নপের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শামছু মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং উভয় পক্ষের আরও ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কক্সবাজার : কক্সবাজারের রামুতে মাংপা ম্রো (৮০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গর্জনিয়া সেতুর পূর্ব পাশে বাঁকখালী নদীর বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়। মাংপা ম্রোর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের চড়ূইপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাঁকখালী নদীর বালুচরে মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় দীপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার কোয়াইঝিরি এলাকা থেকে গরু পার করতে গিয়ে বাঁকখালী নদীতে স্র্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মাংপা ম্রো। ঘটনার এক দিন পর শুক্রবার নদীর বালুচর থেকে তার লাশ উদ্ধার করা হয়।