নারায়ণগঞ্জে এসপি হারুন

মাদক ব্যবসায়ী কোনো দলের লোক হতে পারে না

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ প্রতিনিধি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদসু্য কোনো দলের লোক হতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও ভূমিদসু্যদের কোন আপস নোই। নারায়ণগঞ্জে আমরা কাউকে ছাড় দেইনি, বক্তাবলীতেও কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। মাদক-সন্ত্রাস ও ভূমিদসু্যতায় যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী ব্যক্তি সে যত বড় দলের নেতাই হোক না। এসব বিষয়ে কোনো ছাড় নেই। মাদক ব্যবসায়ীদের জন্য পুলিশের কাছে কেউ তদ্বির করবেন না। মাদক ব্যবসায়ী, ভূমিদসু্য ও ইভটিজিং করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর কানাইনগর ছোবহানীয়া উচ্চবিদ্যালয় কলেজ মাঠে ফতুলস্না মডেল থানার আয়োজিত পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি এসব কথা বলেন। ফতুলস্না মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুলস্না থানা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া প্রমুখ। , কানাইনগর ছোবহানীয়া উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক হারুন অর রশিদ সরকার দুলাল।