সর্ববৃহৎ বঙ্গবন্ধুর মু্যরাল হবে রাজশাহীতে

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান -যাযাদি
রাজশাহী অফিস রাজশাহীতে দেশের মধ্যে সর্ববৃহৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর সিএন্ডবি মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে মু্যরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর মু্যরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে মু্যরাল তৈরি করা হবে, এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। , রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।