শিশুসহ চারজন নিহত

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলা রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কিশোরগঞ্জে কিশোর, পঞ্চগড়ে শিশু, গোপালগঞ্জে যুবক ও পটুয়াখালীর মির্জাগঞ্জে বৃদ্ধ নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় বাসচাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোমান (১৬) নামে অপর আরোহী আহত হয়েছেন। নিহত হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার নোহার গ্রামের আবু তাহেরের ছেলে এবং আহত রোমান একই গ্রামের চান্দু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও রোমান মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাইজহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা অনন্যা সুপারের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হয়। আহত রোমানকে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কটিয়াদী হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। পঞ্চগড় : পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় মাহিন (৪) নামে এক শিশু মারা গেছে। রোববার দুপুরে সদর উপজেলার আমলাহার-ধাক্কামারা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহিন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও গ্রামের রিমপ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের কোলে একটি অটোরিকশায় করে পঞ্চগড় শহরের দিকে আসছিল। বুড়িরবান এলাকায় সত্যেন মেম্বারের বাড়ির কাছে আসলে শিশুটি অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যায়। এমন সময় পিছন থেকে আসা অন্য একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয় দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ শেখ (২৫) নামের এক পিক-আপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ বাস যাত্রী। রোববার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ শেখ বাগেরহাট সদর উপজেলার গোপালকাঠি গ্রামের মোখলেস শেখের ছেলে। মির্জাগঞ্জ (পটুয়াখালী) :মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং-সিংবাড়ি রাস্তার দাসের খালের ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় চন্দ্রভানু (৭৫) নামে এক বৃদ্ধা মহিলার মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে। নিহত চন্দ্রভানু উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আজাহার আকনের স্ত্রী। মির্জাগঞ্জ থানাপুলিশ জানায়, একটি যাত্রীবাহী অটোবাইক ভয়াং থেকে সিংবাড়ি আসার পথে দাসের খালের ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় বৃদ্ধা চন্দ্রভানুকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রম্নত মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান মৃতু্য বলে ঘোষণা করেন।