বাংলাবান্ধায় সেমিনার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় আইসিপি ও এলসিপির বিদ্যমান সমস্যা ও সফলতা অর্জনে করণীয়বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাবান্ধা বিওপিতে ওই সেমিনারের আয়োজন করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সেমিনারে বিজিবি সদস্য ছাড়াও বাংলাবান্ধা স্থলবন্দর, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সেমিনারে বক্তব্য দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইছাহাক আলী, স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি ইজার উদ্দীন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক মামুন সোবহান।