সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মশারি বিতরণ কালাই (জয়পুরহাট) সংবাদদাতা ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটের কালাইয়ে 'নমিজন আফতাবী ফাউন্ডেশন' (নাফ)-এর উদ্যোগে দুস্থদের মধ্যে বিনামূল্যে এক হাজার মশারি বিতরণ করা হয়েছে। রোববার 'নমিজন আফতাবী ফাউন্ডেশন' হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাফের ভারপ্রাপ্ত সভাপতি টি.এম. লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (অবসর) ডা. রুহুল আমিন স্যান্নামত, এমও ডা. মজিবুর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাবেক চেয়ারম্যান আব্দুল খয়ের মওলা, নাফের ঢাকা কার্যালয়ের ব্যবস্থাপক আসাদুজ্জামান, নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম। মতবিনিময় সভা নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নেছারাবাদ উপজেলা ও পুলিশ প্রশাসন। শনিবার সন্ধ্যায় স্বরূপকাঠী প্রেসক্লাব মিলনায়াতনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুলস্নাহ আল-মামুন বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, (নেছারাবাদ ও কাউখালী সার্কেল), নেছারাবাদ সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, নেছারাবাদ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক তারা টিভি সাংবাদিক আনোয়ার হোসেন। কমিটি গঠন এনায়েতপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা আর্তমানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে রূপসী নবজাগরণ সংঘের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে বিশিষ্ট সমাজ সেবক আব্দুলস্নাহ্‌ আল মামুনকে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রাসেলকে সাধারণ সম্পাদক ও প্রবাসী শান্তা ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন কার্যকরী সদস্য ও ১৪ জন উপদেষ্টা সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেডিক্যাল ক্যাম্প তানোর (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর তানোরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার মুন্ডুমালা গ্রামীণ প্রচেষ্টার সংস্থার কার্যালয়ে সংস্থাটির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে সার্বিকভাবে সহযোগিতা করে রাজশাহী চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ। ২২ জন রোগীকে রাজশাহী চক্ষু হাসপাতালে নিয়ে চোখের ছানির ফ্রি অপারেশন করা হবে বলে জানান গ্রামীণ প্রচেষ্টার এমডি জাহাঙ্গীর আলম। ফাইনাল খেলা কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার কলমাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে রংছাতি ইউনিয়ন বনাম বড়খাপন ইউনিয়নের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন। সাংস্কৃতিক সপ্তাহ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। রোববার সকালে কলেজের সতিশ বণিক মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন কলেজের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। গোল্ডকাপ ফুটবল শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গড়জরিপা ফুটবল একাদশ ৪-০ গোলে শ্রীবরদী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে ইউএনও সেঁঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রস্তুতি সভা খুলনা অফিস খুলনায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় যে, দিবসটি পালন উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল নয়টায় নগরীর শহীদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্যর্ যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হবে। কর্মশালা শুরু ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে 'সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ছায়ানীড় নামের স্থানীয় একটি সংগঠনের ভাষা গবেষণা বিভাগ। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ছায়ানীড়ের সভাপতি ড. এমএ ইউসুফ খান, নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ জামান, সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনী সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা গ্রামীণ দরিদ্র শিক্ষিত বেকার আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প গ্রহণের মধ্যেমে স্বাবলম্বী করার লক্ষে সেনবাগে ৫ দিনব্যাপী গরু মোটা তাজা করণ বিষয়ক প্রশিক্ষনের সমাপনী রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআরডিবি সভাকক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিবিপি এর আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর আর্থিক সহায়তায় উপজেলা পলিস্ন উন্নয়ন পদাবিক এর ব্যবস্থাপনায় বুধবার প্রশিক্ষনের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহম্মেদ চৌধুরী। উপজেলা সহকারী পলিস্ন উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মুন্সি মহিদুজ্জামান এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মজিবুর রহমান, উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকতা ডা. রসুল আহম্মেদ। মিলাদ মাহফিল বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর উদ্যোগে ওই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ সময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, কামালের বার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির, আওয়ামী লীগ নেতা মনিক মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিয়োগ পরীক্ষা হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নব নির্মিত 'ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ'র শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শুক্র ও শনিবার দু'দিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪টি ক্যাটাগরিতে ৩৩০ জন প্রার্থী অংশ গ্রহন করেন এবং অবশিষ্ট পদে আগামী অক্টোবর মাসে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। স্কুল এন্ড কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফেরদৌস আলী খান জানান, প্রথম পর্যায়ে আগামী ১ অক্টোবর থেকে বাংলা ও ইংরেজি ভার্সনে পেস্ন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফরম বিতরণ শুরু করা হয়েছে। সংবর্ধনা প্রদান সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম চৌধুরী সেলিম। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন, চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী।