আবদুল আজিজের দুটি কিডনিই অকেজো

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আজিজ একাধারে শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে অসহায় দিনযাপন করছেন। দুটি কিডনিই অকেজো হয়ে পড়ায় ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তার। কলকাতার রবীন্দ্র ইন্টারন্যাশনাল হাসপাতালের কিডনি বিভাগের চিকিৎসক ডা. দীপক শংকর রায় তার দ্রম্নত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাকাল থেকেই তিনি মধুপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। বর্তমানে দৈনিক ভোরের কাগজের মধুপুর প্রতিনিধি এবং মধুপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে আছেন। আর্থিক সংকটে পড়া স্বাধীনতার পক্ষের এই সাংবাদিক বাঁচার চেষ্টায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেছেন। উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক অধ্যাপক আবদুল আজিজের এমন সংকটকালীন সময় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিও কামনা করেছেন। অধ্যাপক আবদুল আজিজকে সহযোগিতা পাঠানোর জন্য হিসাব নম্বর-০২০০০০৪৮৩৬১৪৭, অগ্রণী ব্যাংক, মধুপুর শাখা, টাঙ্গাইল। যোগাযোগ- ০১৭১২০২৯১৫৬