কারিতাসের ডিআইসি কমিটি গঠন

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
আশুলিয়ায় কারিতাস প্রচেষ্টা প্রকল্পের ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি গঠিত হওয়ার পর এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কারিতাস প্রচেষ্টা প্রকল্পের ইনচার্জ (ঢাকা অঞ্চল) মো. ফরিদ আহম্মেদ খানের সভাপতিত্বে কারিতাস প্রচেষ্টা প্রকল্পের আশুলিয়ার গণকবাড়ি শাখা কার্যালয়ে এ কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. ইসমাইল পারভেজকে সভাপতি ও মো. মীর জাহান খান শাহীনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কারিতাস প্রচেষ্টা প্রকল্পের ডিআইসি ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মজিবুর রহমান, মো. আল-আমিন ও উম্মে সালমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. আফরোজা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ। , প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মিঠুন ভূঁইয়া।