ধুনটে স্টিল সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং-বাগবাড়ি পাকা সড়কের বোমগাড়া বালুয়া খালে পিলার ছাড়াই খুঁটির ওপর দাঁড়িয়ে আছে প্রায় ২০০ মিটারের একটি স্টিলের সেতু। সেতুটিতে আছে অসংখ্য জোড়াতালি। ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়েই প্রতিদিন ৮-১০ গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। জানা যায়, নিমগাছী ইউনিয়নের বাঙালি নদীর শাখা বালুয়া খালের ওপর কোনো সেতু না থাকায় ১৫ বছর আগে একটি বেইলি সেতু নির্মাণ করে স্থানীয়দের যাতায়াতের ব্যবস্থা করা হয়। মাঝেমধ্যে সেতুটির পাটাতন খুলে গেলে বা ভেঙে গেলে কোনোরকম জোড়াতালি দিয়ে কাজ চালানো হয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে মালবহনকারী একটি ট্রাক পারাপারের সময় পিলারসহ সেতুটি ভেঙে পড়ে। এরপর খালের পানিতে অ্যাঙ্গেল দিয়ে খুঁটি বানিয়ে সাময়িক যাতায়াতের জন্য সেতুটি খুলে দেয়া হয়। স্থানীয়রা জানান, বালুয়া খালের সেতুটিতে অসংখ্যবার জোড়াতালি দেয়া হয়েছে। সেতুটির দুটি পিলারের মধ্যে একটি পিলার ভেঙে যাওয়ায় অ্যাঙ্গেলের খুঁটির ওপর কোনোমতে দাঁড় করানো আছে। অন্য পিলারেও মরিচা ধরেছে। তাই সেতুর ওপর ভ্যান-রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসী ওই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, বালুয়া খালের ওপর একটি স্থায়ী ঢালাই সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপাতত সেতুটি মেরামত করে নিরাপদে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হবে।