দশমিনায় ভাঙনে সেতুর সংযোগ সড়ক খালে

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ভাঙনে খালে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সাথে। জানা গেছে, উপজেলার সদরের সরকারি দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত দীর্ঘদিন ভাঙন অব্যাহত ছিল। এই ভাঙনের ধারাবাহিকতায় রোববার সকালে সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজের পিচ ঢালাইয়ের পাকা সংযোগ সড়কসহ ৫ ফিট সড়ক ভেঙে খালে পড়ে যায়। \হএতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা। স্থানীয়রা দ্রম্নত সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান, তাৎক্ষণিকভাবে সড়ক যোগাযোগের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।