হাওরে পরিবেশবান্ধব পর্যটনের আহ্বান

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
হাওরের পরিবেশ বাঁচাতে ইকো টু্যরিজমভিত্তিক এলাকা গড়ে তোলার আহ্বান জানিয়ে পূর্ণিমার আলোয় হাওরের বুকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুরের কিছু উদ্যমী তরুণ। পস্নাস্টিক-পলিথিন পণ্য এড়িয়ে কলাপাতায় খাবারের ব্যবস্থা করে হাওরে আসা পর্যটকদের ইকো টু্যরিজমবান্ধব হওয়ার আহ্বান জানান তারা। স্থানীয়রা ছাড়াও পূর্ণিমা রাতে চাঁদের আলোয় ভিন্নমাত্রার এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটক ও পরিবেশকর্মীরাও। উপজেলার মাঠিয়ান হাওরের পাশে পাটলাই নদী সংশ্লিষ্ট হাওরের বেড়িবাঁধে এ আয়োজন অনুষ্ঠিত হয় ১৪ সেপ্টেম্বর রাতে। পূর্ণিমার আলোয় নৌকায় বসে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রাধারমন, হাসন রাজা, শাহ আব্দুল করিমের সুর ভেসে আসে হারমোনিয়াম ও তবলার তালে। উদ্যোক্তাদের একজন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামন কামরুল জানান, প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে ইকোটু্যরিজমের উন্নয়ন সম্ভব। তাই হাওরকে পরিবেশবান্ধব রাখতে সবাইকে সচেতন করতেই তাদের এ উদ্যোগ। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, এ রকম ইকো টু্যরিজমবান্ধব কোন কিছু হলে হাওরের পরিবেশ হুমকিতে পড়বে না। হাওরে ঘুরতে আসা এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নি সাহা এ সময় উপস্থিত হন ভিন্নমাত্রার এ আয়োজনে। তিনি জানান, 'হাওরে জোৎস্না দেখতে এসেছি, জোৎস্না উপভোগ করেছি। সেই সঙ্গে এরকম ভিন্ন মাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও ভালো লেগেছে। \হহাওরে যারা ঘুরতে আসেন প্রত্যেকেই যেন ইকোবান্ধব হন।'