বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক ও ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের পক্ষ থেকে 'অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান' বইটি উপহার হিসেবে দেয়া হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে এ পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল ও সাংবাদিকদের মাঝে বইটির পাঁচ শতাধিক কপি তুলে দেন। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, 'সাহসিকতা, সততা, ত্যাগ, নিষ্ঠা ও মানবপ্রেমের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনী পাঠ করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি বইটি উপহার দিচ্ছি।' এসপি জানান, গত ২৪ আগস্ট জেলা পুলিশ লাইন্সে ২৪৯ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হাতে 'অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান' বইটি তুলে দেয়া হয়।