নোয়াখালীতে ডিএসবির দুই এএসআই প্রত্যাহার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালী থেকে তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট করার ঘটনায় পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) দুই সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম ও নুরুল হুদাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, শনিবার রাতে এ আদেশের পর তাদেরকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাবাদে তারা দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে পাসপোর্ট করার কথা স্বীকার করে। ডিএসবি'র এএসআই আবুল কালাম আজাদ ও নুরুল হুদা সরেজমিনে ওই ঠিকানা যাচাইয়ের পর নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ বিষয়ে দুই এএসআইকে কারণ দর্শানোর আদেশ দেন। শুক্রবার তাদের কাছ থেকে পাওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এসপি পুলিশ সুপার মো. আলমগীর জানান, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখকে পুরো বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।