দুদিন পরে ফের ফেরি চালু

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
সংস্কারের কারণে দু'দিন বন্ধ থাকার পর বাগেরহাটের মোরেলগঞ্জ -শরণখোলা রুটের পানগুছি নদীর ফেরি চালু হয়েছে। যানবাহন পারাপারের জন্য কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করেই বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগ ফেরিঘাটের পন্টুনের কাজ করার জন্য ফেরি চলাচল আকস্মিক বন্ধ রাখে। ফেরির ইজারাদার কর্তৃপক্ষের প্রধান মো. কবির জানান, শনিবার রাত ৮টার দিকে ফেরি চালু করে সকল প্রকার যানবাহন পারাপার করা হচ্ছে। ওই ঘাটের পন্টুনের কাজ করার জন্য বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। জানা যায়, এ সময়ে বিকল্প উপায়ে সকলকে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে। এরপরে ফেরি কিংবা ঘাটের কোনো কাজ করলে বিকল্পভাবে যানবাহন পারাপারের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলাবাসী।