বেতাগীতে শিক্ষা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বেতাগী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ -যাযাদি
বরগুনার বেতাগীতে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশেন এজেন্সি (জাইকা) অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা (এসডিজি-৪) বাস্তবায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।