অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা বাজারে ডিশ লাইনের কট্রোলরুমে অগ্নিসংযোগের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে দুষ্কৃতকারীরা ডিশ লাইনের নিয়ন্ত্রণ কক্ষে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এছাড়া ডিশ অপারেটর সুজনকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়া হয়। পরে এই ঘটনায় ডিশ মালিক হানিফ উদ্দিন বাদী হয়ে ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মিয়ার ছেলে বিপস্নব ও সম্পাদক কাদেরের ছেলে মিলনসহ ১০ জনের নাম উলেস্নখ করে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ফলদা বাজারে ডিস লাইন ঘরে আগুন লাগার ঘটনা পুলিশ তদন্ত শুরু করছে।