নড়ালিয়া সড়কের বেহাল দশা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
রাস্তায় ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ার পাশাপাশি অধিকাংশ স্থানে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ড ইউনিয়নের নড়ালিয়া সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন এ সড়কের বেহাল দশায় চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর চলাচলের একমাত্র সড়কটির অধিকাংশ স্থানে ঢালাই ও ইটের সুরকি ওঠে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়ক পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় চলাচলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকাবাসী। জানা যায়, প্রায় সাড়ে তিনবছর আগে শেষবার সড়কটির সংস্কার কাজ হয়েছিল। নিম্নমানের কাঁচামাল দিয়ে কাজ করায় নির্মাণের কিছুদিনের মধ্যেই নষ্ট হতে থাকে বিটুমিন। ভেঙে যায় সড়কের বিভিন্ন অংশ। ভারী যানবাহন চলাচল করায় অনেক স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়। সামান্য বৃষ্টিতেই সড়ক জলাশয়ে পরিণত হয়। স্থানীয় শিক্ষক প্রদীপ দাস জানান, বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা এ সড়কে চলাচলে দুর্ভোগে পড়েন। কোমর সমান পানির ওপর দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটি দ্রম্নত মেরামত করা খুবই প্রয়োজন। ইউপি সদস্য ইব্রাহীম খলিল ইকরাম দৈনিক যায়যায়দিনকে জানান, খানাখন্দে ভরা সড়কটির বর্তমান অবস্থা খুবই খারাপ। সড়কের বেহাল দশার কারণে কোন যানবাহনই ওই সড়ক দিয়ে যেতে চায় না। তবে এবার সড়কটি সংস্কারে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উলস্না মিয়াজী দৈনিক যায়যায়দিনকে বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে পরিষদের মাসিক সভায় আলোচনা হয়েছে। বাজেটও পেশ করা হয়েছে। চলতি মৌসুমেই এই সড়কের সংস্কারকাজ শুরু হবে।