বেওয়ারিশ কুকুরের উপদ্রব

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি দিন দিন বেড়েই চলেছে। যত্রতত্র বেওয়ারিশ কুকুরের মারমুখি ঘোরাফেরায় স্কুলগামী ছোটো ছোটো শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাফেরার অসুবিধার সৃষ্টি হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, রাস্তা-ঘাটসহ প্রতিটি মহলস্নাতে মানুষসহ পশু, প্রাণী হুমকি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে দিনে রাতে সবসময় সাধারণ মানুষের চলাচল করতে ভীতির সঞ্চার হয়। তা ছাড়া কোনো কোনো এলাকায় দিনে ও গভীর রাতে কুকুরের চিৎকারে ঘুমের ব্যাঘাত ঘটে। অসহনীয় দুরবস্থার কবলে রয়েছে এলাকাবাসী। বিশেষ করে এলাকার স্কুল পথে তুলনামূলক বেশি লক্ষণীয় বেওয়ারিশ কুকুরের উপদ্রব। তাছাড়া গ্রামাঞ্চলের পাড়া-মহলস্নাগুলোতে এশা ও ফজরের নামাজ পড়তে যাওয়া-আসার পথিমধ্যে যুবক ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়ছেন। কুকুরের কামড়ে জলাতঙ্ক বেশি হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। \হ