১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। সোমবার উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি বিক্রয় কেন্দ্র থেকে এই চাল বিক্রি শুরু হয়েছে। জানা গেছে, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া সকালে তার ইউনিয়নের দুটি বিক্রয় কেন্দ্রে চাল বিক্রি উদ্বোধন করেন। উপজেলার ১৪ হাজার ৬১৪ জন মাসে একবার ৩০ কেজি করে তিন মাসে প্রত্যেক সুবিধাভোগী মোট ৯০ কেজি চাল পাবেন। ফতেপুর বাজারের ডিলার ইব্রাহীম শিকদার বলেন, সকাল থেকেই কার্ডধারীরা চালের জন্য আসছে। সুষ্ঠুুভাবে তাদের কাছে চাল বিক্রি চলছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) কমল কান্তি দেবনাথ বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস এবং ট্যাগ কর্মকর্তাদের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে। \হ