সড়কে নারীসহ ৩ জন নিহত

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কুড়িগ্রামে নারী, পিরোজপুরে ছাত্র ও বাগেরহাটে যুবক নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর-চিলমারী সড়কে থ্রি-হুইলারে নছিমনের ধাক্কায় রুপালি বেগম (২৮) নামে এক নারীর মৃতু্য হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপালি বেগম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী থেকে আসা গরুভর্তি নছিমন মোহাম্মদের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় যাত্রী রুপালি বেগম, কপিল উদ্দিন, সাইদুল ইসলাম ও লিটন মিয়াকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। সেখানে রুপালি ও কপিলের অবস্থার অবনতি ঘটলে কুড়িগ্রাম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে, কুড়িগ্রামে নেয়ার পথে রুপালি বেগমের মৃতু্য হয়। ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামিরতলা গ্রামের মো. রফিকুল ইসলাম ফরাজীর ছেলে, ৭০নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. রিসাত ফরাজী সোমবার সকালে বিশ্বরোডের কলেজ মোড়সংলগ্ন দোকান থেকে খাবার নিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজাপুর থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা শিশু রিসাতকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে চিকিৎসারতাবস্থায় তার মৃতু্য হয়। ঘাতক অটোরিকশাটি পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সোহানুর রহমান সোহান (১৮) নামের একজন কলেজছাত্র মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, সোমবার দুপুরে মোটরসাইকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের চাকা ফেটে মোটর সাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক শোহান ও ট্রাকের হেলপার তাহের (৬০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় শোহানকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কলেজছাত্র সোহান রামপাল উপজেলার শুভদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং ফকিরহাট উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।