লালমনিরহাটে এক রাতেই দুই বাল্যবিবাহ বন্ধ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে সদর উপজেলার মহেন্দ্রনগর ও রাজপুর ইউনিয়নে রোববার রাতে দুটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায়। বাল্যবিয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুর বাজার এলাকায় রোববার রাত ১২টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার বয়স ১৩ বছর। বর পাশের কুলাঘাট ইউনিয়নের হাতুড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে রুহুল আমিন (১৭)। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও জয়শ্রী রাণী রায়। তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ ও কনেপক্ষের লোকজন পালিয়ে যায়। বিয়ের আসর থেকে বর মো. রুহুল আমিন (১৭) ও বরের দাদা মো. আব্দুল আজিজকে (৬৫) গ্রেপ্তার করা হয়। কনেকেও নিয়ে যাওয়া হয় ইউএনও কার্যালয়ে। এ সময় বরকে ১৫ দিনের আটকাদেশ ও আব্দুল আজিজকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়। বিয়েতে রাজি থাকায় কনেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, রাত সাড়ে ১২টার দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজনের খবরে সেখানেও অভিযান চালান ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী তার বয়স ১৪ বছর। বর লালমনিরহাট পৌরসভার গোশালা বাজার এলাকার মো. ছালামের ছেলে মো. মনজু (২৩)। পরে বাল্যবিয়ের প্রস্তুতি নেয়ার অপরাধে কনের মামা নুর ইসলাম (৩৫), বর মনজু (২৩), বরের বাবা ছালাম (৫২) ও মামাতো ভাই ইমন হোসেনকে (২৩) ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়।