নিম্নমানের চাল বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডোমার (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ডোমারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে সামিউল ইসলাম নামের এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সামিউল ইসলামের চাল বিতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ওই জরিমানা আদায় করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তহিদুর রহমান জানান, ডিলার সামিউল ইসলামের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ বস্তা খাবার অনুপযোগী নিম্নমানের চাল পাওয়া যায়।