মামির হাতে ভাগনি খুন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মামির হাতে ভাগনি খুনের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনায় মামি রহিমা আক্তারের (২৮) কাচির আঘাতে ভাগনি কলেজছাত্রী তাসনিমা আক্তার নিপা (১৭) খুন হয়। নিপা সরকারি ইছাপুরা কেবি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্বশত্রম্নতার জের ধরে গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নিপার মা রোমেলা বেগমকে মারধর করে রহিমা আক্তার ও আবু তাহেরসহ কয়েকজন। এ সময় নিপা তার মাকে মারধর থেকে রক্ষা করতে গেলে তার মামি রহিমা বেগম কাপড় কাটার কাচি দিয়ে নিপার পেটে আঘাত করে। নিপাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক। ঢাকা মেডিকেলে ৫ দিন চিকিৎসার পর বুধবার একটি প্রাইভেট কিডনি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃতু্য হয়। কাচির আঘাতে পেটের নাড়ি-ভুঁড়ি ফুটো হয়েছিল বলে জানা যায়। নিপার বাবা মো. দ্বীন ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে সিরাজদিখান থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন। সিরাজদিখান থানার ওসি (অপারেশন) কাজী রমজানুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিপার বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।