ধামরাই মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকার ধামরাই পৌরসভার ছয়বাড়িয়ায় অবস্থিত ইমাকোলেট টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সন্ধ্যায় ওই কারখানার সহস্রাধিক শ্রমিক ইসলামপুর বাটা গেটের সামনে টায়ারে আগুন লাগিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশ গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় এক ঘন্টার পর বিকেল ৫টায় যান চলাচল স্বাভাবিক হয়। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ইমাকোলেট টেক্সটাইল কারখানার প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রম্নতই শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেয়া হবে।