সর্প দংশন সচেতনতা দিবস পালন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
খুলনা অফিস 'সর্প দংশনে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়' প্রতিপাদ্য নিয়ে খুলনায় বৃহস্পতিবার আন্তর্জাতিক 'সর্প দংশন সচেতনতা দিবস' পালিত হয়। এ উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর ও জেনারেল হাসপাতালর্ যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় জানানো হয়, বর্ষাকালে ঘরবাড়িতে সাপের উপদ্রব হতে নিস্তার পেতে ঘরে কার্বলিক এসিড রাখা যেতে পারে। খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. উৎপল কুমার চন্দ। অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান এবং ডা. মো. রফিকুল ইসলাম। সভার পূর্বে হাসপাতাল চত্বর থেকে দিবসটি উপলক্ষের্ যালি বের হয়।