স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ীতে স্ত্রী আসমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রাকিবুল হাসানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল হাসান কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মজিদ শেখের ছেলে। নিহত আসমা খাতুন একই উপজেলার বিলমানুষমারী গ্রামের আজাহার আলী মন্ডলের মেয়ে। আসমা ছিলেন রাকিবুলের দ্বিতীয় স্ত্রী। সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর তারিখে গোয়ালপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে আসমা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। প্রথমে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়; আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে ২০১৫ সালের ১৬ ফেব্রম্নয়ারি একটি হত্যা মামলা দায়ের করা হয়।