পদ্মায় অবৈধ বালু উত্তোলন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ট্রলারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সদরের ঢাকিরকান্দি ও টঙ্গিবাড়ীর দীঘিরপাড় অংশের নদীটি। জানা যায়, প্রতিদিন পদ্মা নদীর দুইটি পয়েন্টে ভোর থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন। চলতি বছরের শুরুতে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি ড্রেজার আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়। এরপর বেশ কিছুদিন সেখানে বালু উত্তোলন বন্ধ থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ভোর থেকে শুরু হয় বালু উত্তোলনের মহাৎসব। ট্রলারযোগে বালু ভরে নিয়ে যায় অন্যত্র। সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহম্মেদ বলেন, বছরখানেক আগে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে শিলই ইউনিয়ন সংলগ্ন পদ্মায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার ও বিপুল পরিমানের পাইপ জব্দ করে। পরে ওই ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। এরপর থেকে সেখানে বালু উত্তোলন বন্ধ থাকে। তবে বর্তমানে বালু উত্তোলন শুরু হয়ে থাকলে প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।