সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সচেতনতামূলক সভা ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জামালপুরের ইসলামপুরে মাদক, সন্ত্রাস, ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে থানা পুলিশের আয়োজনে উপজেলার ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া, ডিগ্রিরচর তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. দেলুয়ার হোসেন, চর গোয়ালিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলিনূর ইসলাম, শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নবীনবরণ বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর হাজি অ্যাডভোকেট ওসমান গণি মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষর্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. যুবায়ের। বিশেষ অতিথি ছিলেন আ. কা. মো. গোলাম মোস্তফা, সরারচর ইউপি চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান সিরাজ ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলরুবা আক্তার। সোলার বিতরণ কুলাউড়া সংবাদদাতা মৌলবীবাজারের কুলাউড়ার সদর ইউনিয়নের বিদু্যৎহীন ৫২টি পরিবারের মাঝে সৌর সোলার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য সুলতান মোহাম্মাদ মনসুর আহমদের উদ্যোগে টিআর-কাবিখা প্রকল্প থেকে বুধবার বিকালে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এ সোলার বিতরণ করা হয়। কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ওয়াজেদ খাঁন বাবু। চারা বিতরণ গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গৌরীপুর পাবলিক কলেজ আঙিনায় বুধবার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম, প্রভাষক সাদ্দাম হোসেন নূর প্রমুখ। পীরগঞ্জে মানববন্ধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার বিকালে প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার আয়োজনে উপজেলার পূর্বচৌরাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আখতারুজ্জামান, প্রধান শিক্ষক মমিনুল হক, নাজেরা হুদা, খতেজা বেগম প্রমুখ। পলিথিন জব্দ গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ এবং সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও মো. মাকছুদুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক আসাদুল কিবরিয়া (সদর দপ্তর), শেখ মোজাহীদ, আব্দুল রাজ্জাক, দিলরুবা আক্তার। ফ্যান বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীতে জেলা পরিষদ কর্তৃক বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১৮০টি সেলিং ফ্যান বিতরণ করা হয়েছে। জেলা সমবায় কার্যালয়ের সামনে অনষ্ঠিত সেলিং ফ্যান বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান এ্যাপোলোসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা। মতবিনিময় সভা পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদ সভাক্ষে বুধবার বিকালে অ্যাডভোকেসি পস্নাটফর্মের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনএনএমসি অ্যাডভোকেসি পস্নাটফর্ম পত্নীতলার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী প্রমুখ। মতবিনিময় সভা ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের ভৈরবে শহরের মাদকের আগ্রাসন ও ছিনতাই প্রতিরোধে করণীয় শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও লুবনা ফারজানা এবং ভৈরব পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস। সভায় প্রধান অতিথি আগামী ৩ দিনের ভিতরে জেলা পুলিশ সুপার মারুকুর রহমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে ইতিবাচক ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রম্নতি প্রদান করেন। প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ভূমি ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত বাহালুল খান বাহার প্রমুখ। অভিভাবক সমাবেশ ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ভালুকায় উপজেলার ধামশুর হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুলস্নাহ চৌধুরীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, ম্যানিজিং কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ মিয়া, ইয়াকুব আলী, শিরিস চন্দ্র বর্মণ, অভিভাবক বিলস্নাল হোসেন, বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা আফরোজ লিপি প্রমুখ। সেবিকা সম্মেলন শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার পলস্নী উন্নয়ন একাডেমিতে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পলস্নী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। আশার বগুড়া ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার এডিসি (রাজস্ব) মো. আব্দুল মালেক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ প্রমুখ। মতবিনিময় সভা মতলব (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঙ্গে উপজেলা পূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন আ'লীগের সভাপতি অমৃত লাল নাগ। সভায় উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী জ্যোতিষ চন্দ্র কির্তনীয়া, উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুগ্ম-সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন। \হ খেলাধুলার উদ্বোধন খুলনা অফিস খুলনা জিলা স্কুল মাঠে বৃহস্পতিবার সকালে ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনাঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। খেলাধুলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও মননশীল মানুষে পরিণত করে আর একজন ভালো মানুষই ভালো দেশপ্রেমিক হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনাঞ্চলের উপপরিচালক নিভা রানী পাঠক। মৌলিক প্রশিক্ষণ সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার ফুলছড়িতে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে করণীয় বিষয়ক শিক্ষার্থীদের তিন দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি ফায়ার স্টেশনের উদ্যোগে উপজেলা শাপলা কিন্ডারগার্টেনে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে অগ্নিকান্ড মোকাবিলা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন বক্তব্য রাখেন ফুলছড়ি ফায়ার স্টেশনের অফিসার নজরুল ইসলাম, লিডার ছয়ফুল ইসলাম, শাপলা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি আমিনুল হক, ফায়ার ফাইটার মনজুর হোসাইন প্রমুখ।