তালায় বিদ্যালয়ের কক্ষে থইথই পানি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ মডেল বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও নিদারুণ কষ্টে নিমজ্জিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃষ্টির পানিতে প্রতিষ্ঠানের অফিসসহ শ্রেণিকক্ষগুলো পানিতে থইথই করে। শ্রেণিকক্ষগুলোতে পানি থাকায় শিক্ষার্থীদের পাঠদান চলছে বারান্দায়। পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে মিনা স্কুল নামে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। ১৯৯৫ সাল থেকে বিদ্যালয়ে তিন কক্ষবিশিষ্ট একটি একতলা ভবন নির্মাণ করে পাঠদান চালানো হচ্ছে। চলতি মাসের ভারী বর্ষণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আর অফিস রুমে পানি ঢুকে যাওয়ায় শিক্ষক-শিকক্ষার্থীদের দুর্ভোগ চরমে উঠেছে। জানা যায়, উপজেলায় এ বিদ্যালয়টি রেজাল্টের দিক থেকে প্রথম স্থানে আছে। বর্তমানে বিদ্যালয়ে ৩৩৩ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক আছেন। গত সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, যেখানে শিক্ষক কম সেখানে সমন্বয় করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বন্দনা চন্দ জানান, দেড় মাস ধরে পানির মধ্যে ক্লাস চালানোর ফলে অনেক শিক্ষার্থী নানান রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই স্কুলে আসা ছেড়ে দিয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান দিতে খুবই আন্তরিক এবং যাতে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে সে উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রমে স্কুলে সন্ধ্যাকালীন পাঠদানের ব্যবস্থা চালু রেখেছেন। ২০১৯ সালে ৫২ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ জন 'এ' পস্নাস, ৯ জন ট্যালেন্টপুলে ও ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।