মাল্টিমিডিয়া ক্লাসে আগ্রহী শিক্ষার্থীরা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে মাল্টিমিডিয়া ক্লাসে আগ্রহী হচ্ছে শিক্ষার্থীরা। সরেজমিন গিয়ে দেখা গেছে, স্কুল ও কলেজ শাখার প্রতিটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ক্লাসের সরঞ্জামাদি রয়েছে এবং নির্ধারিত সময়ে শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন। এর কারণে দিন দিন ওই কলেজের ১৫০০ শিক্ষার্থী শিক্ষা অর্জন করছে। এছাড়াও শতভাগ মিড ডে মিল চালু রয়েছে বলে ওই কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান। ওই কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আমির হোসেন জানান, সরকার শিক্ষাবান্ধব হওয়ায় ওই কলেজের কম্পিউটার ল্যাবসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদির সহায়তায় শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠ দান অব্যাহত রয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, দিন দিন মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হচ্ছে।