গান্ধিছড়া চা বাগানে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গান্ধিছড়া চা বাগানের শ্রমিকদের মানববন্ধন -যাযাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গান্ধিছড়া চা বাগানে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এককালীন আর্থিক সহায়তা বিতরণে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে বঞ্চিতরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গান্ধিছড়া চা বাগানের শ্রমিক সন্তান নয়ন চন্দ্র নায়েক। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বজনপ্রীতি, কমিশন বাণিজ্য করতে গিয়ে জীবনমান উন্নয়নের তালিকায় নাম ওঠেনি অসচ্ছল চা শ্রমিকদের। উপজেলার প্রায় প্রত্যেকটি চা বাগানে অসচ্ছল সাধারণ শ্রমিকদের বাদ দিয়ে নির্দিষ্ট কিছু শ্রমিককে দিয়ে কমিশন বাণিজ্য করে নিজেদের পকেট ভারী করছে স্থানীয় সিন্ডিকেট। নয়ন চন্দ্র নায়েক বলেন, আর্থিক সহায়তার মধ্যে দেখা গেছে অপেক্ষাকৃত বিত্তবানরাও টাকা পেয়েছে। সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে। এখন যদি সরকারের টাকা সুবিধাবঞ্চিতরা না পেয়ে কমিশন ভোগীদের হাতে কৌশলে চলে যায় তাহলে প্রকৃত জীবনমানের উন্নয়ন কীভাবে হবে? সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল বলেন, তালিকা তৈরির কাজ তার একার নয়। পঞ্চায়েত সভাপতি, ইউপি সদস্যরা মিলে তৈরি করেছেন। আর্থিক সহায়তা পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এই সহায়তা দরিদ্র ও অসচ্ছল চা শ্রমিকদের জন্য। যদি নীতিমালার বাইরে কারও নাম তালিকায় থাকে, তবে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।