তিন প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে ৩ ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট অধিদপ্তর সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে এ অভিযানে সুজন হেয়ার ড্রেসারকে ১ হাজার, বাদশা ডিপার্টমেন্টাল স্টোরকে ১২০০ ও প্রমি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কার্যালয় এক প্রেসবিজ্ঞতিতে আরও জানায়, ওই তিন ভোক্তা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত টাকা আদায়, মোড়কজাত পণ্যে মোড়কের গায়ের উৎপাদন তারিখের আগেই ক্রেতার কাছে সরবরাহ করা ও ক্রেতাকে না জানিয়ে নিম্নমানের পণ্য বিক্রয় করছেন এমন অভিযোগ তুলেন। তাদের অভিযোগের সত্যতা পাওয়াতে জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।