ইসলামপুরে হ্যান্ডমাইক ও রেডিও বিতরণ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের পক্ষ থেকে ইউনিসেফের সহযোগিতায় জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনকে ১৩টি হ্যান্ডমাইক ও ১৩টি রেডিও সেট দেয়া হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব হ্যান্ডমাইক ও রেডিও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রাফিউল করিম, সহকারী পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব ও মো. জাকিরুল ইসলাম, ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু প্রমুখ। রাফিউল করিম জানান, এ কেন্দ্র থেকে এফএম ৯২ মেগাহার্জে প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিজস্ব অনুষ্ঠান এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা অনুষ্ঠান রিলে করে সম্প্র্রচার করা হচ্ছে।