ধর্মপাশায় ৫০২ কার্ডধারী ভিজিডির চাল বঞ্চিত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার দুটি ইউনিয়নের ৫০২ জন ভিজিডি কার্ডধারী কয়েক মাস ধরে চাল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কার্ডধারীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। মাসের পর মাস চাল না পেয়ে উপজেলার চামরদানি ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ওইসব ভিজিডি কার্ডধারী পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ভিজিডির আওতায় চামরদানি ইউনিয়নে ২২৬ জন ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ২৭৬ জন উপকারভোগী রয়েছেন। প্রত্যেক কার্ডধারী মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। ওই দুইটি ইউনিয়ন ছাড়া উপজেলার বাকি ৮টি ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ হলেও চামরদানি ইউনিয়নে গত জুন-আগস্ট মাসের এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণ করা হয়নি। ফলে দুই ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৭ মেট্রিক টন চাল মধ্যনগর খাদ্যগুদামে মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অবিনাশ দাস। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, খুব দ্রম্নত চাল বিতরণ করা হবে। চামরদানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, ইউপি সদস্যদের সাথে সমন্বয়হীনতার কারণে চাল বিতরণ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, দুটি ইউনিয়নের ভিজিডির চাল বিতরণের জন্য ডিও দেয়া হয়েছে। কেন এখনো চাল বিতরণ করা হয়নি তা খোঁজ নেয়া হবে।