চট্টগ্রামে শ্রেষ্ঠ নোয়াখালী পুলিশ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রেষ্ঠ ডিবি ইউনিট নির্বাচিত হওয়ায় নোয়াখালী জেলা ডিবি পুলিশকে সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক -যাযাদি
স্টাফ রিপোর্টার, নোয়াখালী অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ ছয় ক্যাটাগরিতে চট্টগ্রাম রেঞ্জে নোয়াখালী জেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় ১১ জেলার মধ্যে ছয় ক্যাটাগরিতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। সভায় ডিবি ইউনিট ক্যাটাগরিতে ডিবি নোয়াখালী, থানা ক্যাটাগরিতে সুধারাম মডেল থানা, মামলা তদন্তকারী অফিসার ডিবি নোয়াখালীর এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. আব্দুল জাহের, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এএসআই মো. মফিজুল ইসলামকে এবং এএসআই হিসেবে সুধারাম মডেল থানার এএসআই সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ নোয়াখালী জেলা পুলিশ সুপার মো: আলমগীর হোসেন সহ সংশ্লিস্ট কর্মকর্তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এ সময় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্‌ এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ সহ রেঞ্জের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এ ব্যপারে পুলিশ সুপার মো: আলমগীর হোসেন বলেন, 'নোয়াখালি জেলা পুলিশের প্রত্যেকটি ইউনিট অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্যদিয়ে আমরা পুলিশ বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি। পুরস্কারের চেয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই আমাদের বড় অর্জন।###