লাকসামে স্থানীয় সরকার মন্ত্রী

অনৈতিক কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেয়া হবে না

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

লাকসাম (কুমিলস্না) সংবাদদাতা
কুমিলস্নার লাকসামে আলোচনা সভায় বক্তব্যর রাখেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম -যাযাদি
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মাদকের সঙ্গে যুক্ত হওয়া, বিচার দরবারের নামে জিম্মি করে মানুষ থেকে টাকা আদায়, ভবন নির্মাণের কাজে ইট-বালু নিতে বাধ্য করাসহ অনৈতিক কোনো কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেয়া হবে না। জীবিকা নির্বাহের জন্য সততার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে হবে। সরকারের উন্নয়ন সহযোগিতার জন্য পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মী ও জনগণের সমন্বয়ে কাজ করলে আগামী দিনগুলোতে দেশ আরও দ্রম্নত এগিয়ে যাবে। সে জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। যারাই দলবিরোধী ও অনৈতিক কাজে লিপ্ত হয়েছে তাদের সাজা ভোগ করতে হয়েছে। দলীয় পদ পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহারকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার দুপুরে লাকসাম দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উলস্নাহ কায়েসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগ আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত উলস্নাহ এফসিএ, তথ্য ও গবেষণা সম্পাদক অহিদ উলস্নাহ মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শি সাহা, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রাশিদা বেগম। , উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, ছাত্রলীগ সভাপতি শিহাব খান, জাতীয় শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম।